বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

নতুন বছরে একমাত্র চাওয়া, কপালে যেনো টিপ ঠিকঠাক পরতে পারি: সুমি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৫:১১

সংগৃহীত

জীবনকে আনন্দ-বেদনার এক নিরন্তর যাত্রা হিসেবে বর্ণনা করে ২০২৬ সালকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বছরের ভাবনা ও সংকল্প ভাগ করে নিচ্ছেন। তবে চিরকুট ব্যান্ডের কণ্ঠশিল্পী শারমীন সুলতানা সুমি তার একমাত্র অদ্ভুত চাওয়ায় নেটিজেনদের নজর কাড়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্থিরচিত্র প্রকাশ করে সুমি লিখেছেন, “নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক মাঝখানে পরতে পারি। জাদুর শহরে ২০২৬ সালকে স্বাগত।”

পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মন্তব্যের মাধ্যমে সুমির প্রশংসা করছেন। এক ভক্ত লিখেছেন, “মির্জা গালিব আপনাকে দেখলে কবিতা রচনা করত।” আর শিজুল ইসলাম নামের অনুরাগী লিখেছেন, “ছোট টিপে তোকে ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার ২০২৬।”

ভক্তদের ভালোবাসার মাঝে সুমির নতুন গান শোনার প্রত্যাশাও প্রকাশ পেয়েছে। আল আমিন নামের এক শ্রোতা লিখেছেন, “নতুন বছরে নতুন গান চাই আপু।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top