সারাদেশে জেঁকে বসেছে শীত
Nasir Uddin | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৮
সারাদেশে জেঁকে বসেছে শীত। প্রতিদিনই নামছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে তাপমাত্রার পারদ। কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শুক্রবার (৩ রা জানুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ে তেতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না।
এদিকে সারাদেশের মত রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে শীত। দুদিন ধরে সূর্যের দেখা না মেলায় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে বইছে কনকনে ঠাণ্ডা বাতাস। সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশা । সবমিলিয়ে বিপর্যস্ত জনজীবন।
ভোর থেকে পুরো ঢাকা কুয়াশার চাদরে মুছে আছে। বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশায় ভিজে গেছে শহরের রাস্তাঘাট। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। সকাল পৌনে ৮টায়ও সূর্যের দেখা পাওয়া যায়নি।
ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে মানুষের আনাগোনা তুলনামূলক কম হলেও জীবিকার প্রয়োজনে যারাই ঘরের বাইরে বের হচ্ছেন বৃষ্টির মত কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় ভোগান্তিতে পড়ছেন। একাধিক গরম পোশাক গায়ে জড়িয়েও রেহাই মিলছে না কনকনে ঠাণ্ডার হাত থেকে।
সবচেয়ে বিপাকে পড়েছে ভবঘুরে ও শ্রমজীবীরা। রিকশাচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের ভোগান্তির মাত্রা বেশি। তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে ভোরেই কাজ নেমেছেন তারা। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠাণ্ডায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।
আবহাওয়া অফিস জানায়, দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে । সেই সাথে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাতে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন এমন পরিস্থিতি বহাল থাকতে পারে। বিরতি দিয়ে জানুয়ারির মধ্যভাগ থেকে আসতে পারে শৈত্যপ্রবাহ।
শুক্রবারের (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।