ভারতে বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ২২:৩৮
-2021-07-12-14-38-03.jpg)
ভারতের ৩ রাজ্যে বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু উত্তরপ্রদেশেই মারা গেছেন ৪১ জন ।
এছাড়া বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন ১৭ জন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার দেশটির উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে তীব্র বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।
এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশে নিহত ৪১ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন প্রায়াগরাজ জেলায়। এছাড়া ফিরোজাবাদ জেলায় নিহত হয়েছেন তিন জন।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: ৬৮ জনের মৃত্যু ভারতে বজ্রপাত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।