বিশ্বে করোনা শনাক্ত প্রায় ১৯ কোটি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ১৫:৫৯

বিশ্বে করোনা শনাক্ত প্রায় ১৯ কোটি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কোনোভাবেই কমছে না। নিয়ন্ত্রণেতো আসছেই না উপরন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। যদিও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৫ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৮ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ৬২৪ জন এবং মৃতের সংখ্যা ৪০ লাখ ৭৪ হাজার ৪৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ কোটি ২৭ লাখ ৯০ হাজার ০৪৪ জন।

করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৬৮ জন আর মারা গেছেন ৬ লাখ ২৩ হাজার ৮৩৮ জন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top