ভুটানের প্রধানমন্ত্রী নিলেন টিকার দ্বিতীয় ডোজ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ জুলাই ২০২১, ২১:৪১

ভুটানের প্রধানমন্ত্রী নিলেন টিকার দ্বিতীয় ডোজ

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং। শনিবার (১৭ জুলাই) সকালে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার আগে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা তার প্রি-স্ক্রিনিং করার পরে তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে টিকা গ্রহণ করেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ভুটানে আগামী ২০ জুলাই থেকে দেশব্যাপী মডার্নার টিকা প্রয়োগ করা হবে। মানুষকে এ টিকা নিতে উৎসাহ দিতে তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে এ টিকা নেন। টিকা নেয়ার পর প্রধানমন্ত্রী ড. লোটে শেরিংকে ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়।

এর আগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকার দ্বিতীয় দিন (২৭ মার্চ) সকালে তিনি টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top