রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ৮ হাজারের বেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ আগষ্ট ২০২১, ১৯:২১

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ৮ হাজারের বেশি

বিশ্বজুড়ে গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৫ লাখ ১২ হাজার ১৪৪ জন। একই সময়ের মধ্যে মারা গেছে আরও ৮ হাজার ৪৫৪ জন। একদিনের ব্যবধানে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু উভয়ই।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা মোট ১৯ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৮৯৮। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ৪৮ হাজার ৭৮৫ জন। আর সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৮২ হাজার ৩শ জন।

এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। সংক্রমণের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: করোনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top