বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

এনসিপি নেতার মন্তব্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ,

বাংলাদেশি হাইকমিশনারকে তলব ভারতের

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশের এক রাজনৈতিক নেতার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। এ ঘটনায় মঙ্গলবার বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) এক নেতা প্রকাশ্যে ভারতবিরোধী ও উসকানিমূলক মন্তব্য করেছেন। ওই নেতা হুমকি দিয়ে বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহ—যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত—ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এ ধরনের বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ঢাকায় ভারতীয় হাইকমিশনের চারপাশে নিরাপত্তা সংকট তৈরির ঘোষণাসহ কিছু চরমপন্থি তৎপরতার বিষয় বাংলাদেশি হাইকমিশনারকে জানানো হয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় ভারতের গভীর উদ্বেগের কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়।

ভারত অভিযোগ করে জানায়, সাম্প্রতিক কয়েকটি ঘটনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো যথাযথ তদন্ত সম্পন্ন করেনি কিংবা ভারতকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করেনি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে উন্নয়ন ও জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে গড়ে উঠেছে। ভারত বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা এবং একটি অবাধ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ প্রত্যাশা করে।

উল্লেখ্য, ‘সেভেন সিস্টার্স’ সংক্রান্ত মন্তব্যকারী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ বক্তব্য দেন।

ভারত এসব বক্তব্য ও অভিযোগ নাকচ করে জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ঢাকায় অবস্থিত কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় চলাচলের ওপর কিছু নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

তথ্যসূত্র : এনডিটিভি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top