হাইতিয়ানদের জোরপূর্বক দেশে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ২০:০৮
হাইতিয়ান অভিবাসনপ্রত্যাশীরা মেক্সিকো সীমান্ত দিয়ে দলবেঁধে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঢোকার চেষ্টা করছেন। এ পর্যন্ত ১৩ হাজারের মতো আশ্রয়প্রার্থী সীমান্তের যুক্তরাষ্ট্র অংশে পৌঁছাতে পেরেছেন। এখনো হাজার হাজার হাইতিয়ান রয়ে গেছেন সীমান্তসংলগ্ন মেক্সিকান শহর টাপাচুলায়।
তবে তাদের গ্রহণ করতে নারাজ বাইডেন প্রশাসন। যারা সীমান্ত পার হয়ে গিয়েছিলেন, তাদের জোরপূর্বক স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে, নাহয় ঠাঁই হচ্ছে বন্দিশিবিরে। রোববার (১৯ সেপ্টেম্বর) সেখানে আচমকা হাজির হয় টেক্সাস জননিরাপত্তা বিভাগের একঝাঁক গাড়ি। যুক্তরাষ্ট্রে প্রবেশ আটকাতে হলুদরঙা পুলিশ টেপ দিয়ে বেঁধে দেওয়া হয় সীমান্ত।
মার্কিন বর্ডার প্যাট্রল প্রধান রাউল এল অর্টিজ জানিয়েছেন, রোববার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সান আন্তোনিও থেকে হাইতির রাজধানী পোর্ট-অ্য-প্রিন্সের উদ্দেশে ছেড়ে গেছে তিনটি প্লেন। যুক্তরাষ্ট্র থেকে দ্রুত অপসারণের জন্য আমরা (অভিবাসনপ্রত্যাশী) ব্যক্তিদের সেতুর নিচ থেকে সরিয়ে নিচ্ছি সুবিধাজনক স্থানে। দেশের আইন ও নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হচ্ছে এই কাজ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: যুক্তরাষ্ট্র
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।