সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

গাজাকে ভুলে যেও না— শহীদ সাংবাদিক আনাস আল-শরীফের শেষ বার্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫, ১৬:৪৩

ছবি: সংগৃহীত

আজ আমরা কথা বলবো গাজার আল জাজিরার পাঁচ সাংবাদিকের মধ্যে একজন, আনাস আল-শরীফের শেষ বার্তা সম্পর্কে। আনাস আল-শরীফ, যিনি গাজার হুঁশিয়ার কণ্ঠস্বর হিসেবে বিশ্ববাসীর কাছে গাজার কষ্ট, যুদ্ধ এবং বেদনা তুলে ধরতেন, সম্প্রতি ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন। মৃত্যুর আগে তিনি একটি আবেগঘন চিঠি লিখেছিলেন, যা তাঁর পরিবার প্রকাশ করেছে।

তিনি চিঠিতে লিখেছেন, ইসরায়েল আমাকে হত্যা করেছে, কিন্তু আমার শব্দ আর মনুষ্যত্ব নষ্ট হতে পারেনি। আমি আমার শৈশব থেকেই আমার জনগণের জন্য কথা বলেছি, তাদের অধিকার ও মুক্তির জন্য লড়াই করেছি।

তিনি আরও স্মরণ করিয়েছেন, যারা আমাদের নিধন করেছে, যারা শিশু ও নারীদের প্রতি নির্দয় হয়েছে, তারা ইতিহাসের সামনে দায়বদ্ধ থাকবে। আনাস আল-শরীফ আমাদের সবাইকে আহ্বান জানিয়েছেন, গাজাকে ভুলে যেও না। আমাদের প্রতিবাদের কণ্ঠস্বর হতে হবে, মুক্তির যুদ্ধে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

তিনি তার পরিবারকে এবং বিশেষ করে প্রিয় সন্তানদের আমাদের প্রতি অর্পণ করেছেন, যেন আমরা তাদের পাশে থাকি। শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তাঁর রক্ত আলোকিত করে গাজার জনগণকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যায়।

এই ছিল আনাস আল-শরীফের শেষ বার্তা, একজন সাহসী সাংবাদিকের আহ্বান, যে নিজের জীবন উৎসর্গ করলেন সত্যের পক্ষে। আমরা যেন তাঁর এই ত্যাগ ভুলি না, গাজার প্রতি আমাদের সহানুভূতি ও সহায়তা অব্যাহত রাখি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top