বৃহঃস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

ডেল্টার চেয়েও দ্রুত ছড়ায় ডেল্টা প্লাস

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১, ১৯:০৮

ডেল্টার চেয়েও দ্রুত ছড়ায় ডেল্টা প্লাস

ডেল্টা প্লাস নামে করোনার নতুন এক ধরনের সংক্রমণের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। দ্রুতগতিতে ছড়িয়ে পড়া করোনার অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টাকে পেছনে ফেলেছে এই ধরনটিরই উপপ্রজাতি ডেল্টা প্লাস।

বিবিসি জানিয়েছে, ডেল্টা প্লাস কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তা নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (হেলথ সিকিউরিটি এজেন্সি ইউকেএইচএসএ)। আবার ডেল্টা প্লাসে সংক্রমিত হলে গুরুতর অসুস্থ হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা তারও প্রমাণ পাওয়া যায়নি।

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনার ডেল্টা ধরনেই বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তবে ডেল্টা প্লাস অথবা এওয়াই.ফোর.টু ধরনের সংক্রমণও বাড়ছে সেখানে। যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক এক জরিপ বলছে, ডেল্টা প্লাসে সংক্রমণের হার ৬ শতাংশ।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top