গাজায় একদিনে প্রাণ গেল ৭২ ফিলিস্তিনির
Nasir Uddin | প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ১৫:০৩
 
                                        ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৭৪ জন। শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে এ হতাহতের ঘটনরা ঘটে। সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৬ হাজার ৩৩১ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন ফিলিস্তিনি। -আনাদোলু এজেন্সি
টানা ২০ মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে গাজায় চরম মানবিক বিপর্যয় নেমে এসেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠন বারবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে একাধিকবার।
উল্লেখযোগ্যভাবে, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও করা হয়েছে।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।