বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২১, ০৪:৫২
ইরাকের রাজধানী বাগদাদের উচ্চ নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে তিন দফায় চালানো হয়েছে রকেট হামলা। স্থানীয় সময় রবিবার চালানো হয় ওই হামলা। তবে হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি বলে এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাগদাদের মানসুর জেলায় তিনটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। রেড ক্রিসেন্টের একটি হাসপাতাল, একটি ব্যাংক এবং জেলার পানি ব্যবস্থাপনা দপ্তরের কাছে আঘাত হেনেছে এই তিনটি রকেট।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। এর আগে ২৯ জুলাই গ্রিন জোনে দুই দফা রকেট হামলা চালানো হয়। এসব হামলার জন্য ইরানপন্থি বিভিন্ন সংগঠনকে দায়ী করা হচ্ছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ইরাক বাগদাদ রকেট হামলা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।