পর্যটনে বিশ্বসেরা মালদ্বীপ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১, ০০:৪৫
হাজার দুয়েক দ্বীপবেষ্টিত দেশ মালদ্বীপ পর্যটনে এক নম্বর হিসেবে স্বীকৃতি পেয়েছে। পাঁচ লাখের সামান্য বেশি জনসংখ্যার এ দেশটিকে ২০২০ সালে ‘ওয়ার্ল্ড বেস্ট টুরিস্ট ডেসটিনেশন’ হিসেবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন।
দেশটিতে থাকা বিচ্ছিন্ন এ দ্বীপগুলোতে পর্যটকদের আকর্ষণের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। পর্যটনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে দেশটির সরকার। না দেওয়ারও কোনো কারণ নেই। মালদ্বীপের আয়ের ৭০ শতাংশ আসে এই খাত থেকে। মালদ্বীপের প্রায় দুই হাজার দ্বীপজুড়ে রয়েছে ছোট-বড় বিভিন্ন আকারের হোটেল ও কটেজ। এর মধ্যে বিশ্বের অনেক নামীদামী ব্র্যান্ডের হোটেল-রেস্তোরাঁর শাখাও রয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হাসান বলেন, ‘এ দেশের পর্যটনশিল্পের বিকাশ ও উন্নয়নের প্রধান কারণ। এখানকার সরকার বেসরকারি প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করছে। পর্যটনশিল্পের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতিমালা, আইনকানুন ও শর্তাবলী তৈরি করে দিচ্ছে। কিন্তু বেসরকারি ব্যবসায় সরকার কোনো হস্তক্ষেপ করছে না। তবে বেসরকারি ব্যবসায়ীদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলেও সরকারের কঠোর নজরদারি রয়েছে।’
তিনি আরও বলেন, ‘যে কোনো দেশের পর্যটনশিল্পসহ সার্বিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদেরকে ব্যবসার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি পর্যটকদের জন্য সকল সুযোগ-সুবিধার ব্যবস্থা করা গেলে আমাদের পর্যটন শিল্প থেকেও কোটি কোটি টাকা আয় করা সম্ভব। সরকার কোনো ধরনের হস্তক্ষেপ না করেও সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদার রাখলে পর্যটনশিল্পে দেশে সার্বিক উন্নয়ন ঘটবে।’
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মালদ্বীপ পর্যটনে বিশ্বসেরা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।