সু চির বিরুদ্ধে আরও ৫ মামলা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২, ০০:৩৪
৭৬ বছর বয়সী শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী সু চির বিরুদ্ধে আরও ৫ টি দুর্নীতির অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা। এসব অভিযোগ প্রমাণিত হলে প্রতিটি অভিযোগের জন্য ১৫ বছর করে কারাভোগ করতে হবে সু চিকে। খবর রয়টার্সের।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মিয়ানমারের জান্তা আদালতের এক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সু চির বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সূচির বিরুদ্ধে অভিযোগ রয়েছে ক্ষমতায় থাকা অবস্থায় একবার অবৈধভাবে হেলিকপ্টার ভাড়া করেছিলেন তিনি।
কারাবন্দি সূচির বিরুদ্ধে ইতোমধ্যেই প্রায় এক ডজন মামলা করেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। রাজধানী নেইপিদোর জান্তা পরিচালিত আদালতেই চলছে সেসব মামলার বিচার। জানা গেছে, সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হলে এক শতাব্দীরও বেশি সময় কারাভোগ করতে হবে সু চিকে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: সু চি অং সান সু চি ong sang suchi
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।