ভারতের কানপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২২, ০১:০২

ভারতের কানপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ভারতের কানপুরে একটি ইলেক্ট্রিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীসহ দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১২ জন।

সোমবার (৩১ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই সটকে পড়ে বাসচালক। পূর্ব কানপুরের পুলিশের উপ-কমিশনার প্রমোদ কুমার জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বাসচালককেও আটকের চেষ্টা করছেন তারা।

এদিকে, দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ।

এক টুইট বার্তায় তিনি বলেনছেন, কানপুরের সড়ক দুর্ঘটনার খবর জেনে তিনি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন রাম নাথ।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top