তিন বছরে সাড়ে ৪ হাজার ভিসা দিয়েছে রোমানিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২২, ২০:৪০

তিন বছরে সাড়ে ৪ হাজার ভিসা দিয়েছে রোমানিয়া

ইউরোপের দেশ রোমানিয়া গত তিন বছরে বাংলাদেশিদের জন্য মোট ৪ হাজার ৬২৯টি ভিসা ইস্যু করেছে। চলতি বছরের চার মাসে ১ হাজার ১৮০টি ভিসা ইস্যু করেছে দেশটি।

সোমবার (৯ মে) এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি জানান, দিল্লিস্থ রোমানিয়ান দূতাবাস ২০২০ সালে বাংলাদেশিদের জন্য ৫৮০টি ভিসা ইস্যু করে। গত বছর ভিসা ইস্যু করেছে ২ হাজার ৮৬৯টি। আর এ বছরের এপ্রিলের ১৬ তারিখ পর্যন্ত ইস্যু করেছে ১ হাজার ১৮০টি ভিসা।

বৈধ কাজের ভিসা নিয়ে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকেও কিছু বাংলাদেশি রোমানিয়ায় যাচ্ছেন বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বর্তমানে রোমানিয়ার একটি কনস্যুলার প্রতিনিধিদল ঢাকা থেকে ভিসা কার্যক্রম পরিচালনা করছে। গত মাসের মাঝামাঝি তারা ভিসা কার্যক্রম শুরু করেছে।

গত বছরের অক্টোবরে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কুর সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের নেওয়ার কার্যকর উদ্যোগের জন্য রোমানিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ড. মোমেন।

উল্লেখ্য, বাংলাদেশে রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লির মিশন থেকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে দেশটি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top