শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই

আন্তজার্তিক ডেস্ক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ০৯:৫২

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই

জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তার আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে গেছেন গোতাবায়া। তবে বিক্ষোভকারীদের একাংশ তাকেও মানতে নারাজ। এই পরিস্থিতিতে আগামী ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে বুধবার জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

তবে দেশটির আগামী প্রেসিডেন্ট কে হচ্ছেন তা নিয়ে নানা জল্পনা দেখা দিয়েছে। গুঞ্জন উঠেছে গোতাবায়া রাজপাকসের একসময়ের প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমদাসাকে আগামী প্রেসিডেন্ট হিসেবে দেখা দেখা যেতে পারে।

বুধবার (১৩ জুলাই) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তথা কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। এর পরেই সে দেশের পার্লামেন্টের স্পিকার জানান, আগামী ২০ মে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এর পরেই সে দেশের প্রধান বিরোধী দল সমগি জন বলবেগয়ার তরফে (এসজেবি) জানানো হয়েছে, প্রেসিডেন্ট পদে লড়বেন সাজিথ।

এদিকে, জনরোষ এড়াতে দেশে ছেড়ে পালানো গোতাবায়া ও তার ভাই তথা পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা পড়ুজানা পার্টির (এসএলপিপি) ভোটে জয়ের সম্ভবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। অন্য দিকে, রনিলের নেতৃত্বাধীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) ২০২১ সালের পার্লামেন্টে ভরাডুবির পর কার্যত প্রান্তিক রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে এসজেবি নেতা সাজিথের জয়ের সম্ভবনা উজ্জ্বল বলেই মনে করা হচ্ছে।

সাজিথের বাবা রনসিংহে প্রেমদাসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট থাকাকালীন ১৯৯৩ সালে তামিল জঙ্গিগোষ্ঠী এলটিটিইর আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন।

শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া। দেশটির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে গোতাবায়া দেশ ছাড়েন।

স্পিকার জানান, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাকে শ্রীলঙ্কার সংবিধানের ৩৭.১ অনুচ্ছেদ অনুযায়ী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন। তবে রাজাপাকসের তরফ থেকে সরাসরি কোনো কথা বলা হয়নি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top