ক্ষমতায় এলে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা কেজরিওয়ালের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২২, ২০:০৭

 অরবিন্দ কেজরিওয়াল

ভারতের গুজরাট বিধানসভা নির্বাচন সামনে রেখে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, রাজ্যটিতে আম আদমি পার্টি ক্ষমতায় এলে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

রোববার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

কেজরিওয়াল আরও বলেন, আম আদমি পার্টি ক্ষমতায় গেলে রাজ্যের বেকার যুবকদের বেকার ভাতাও দেওয়া হবে।

আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেজরিওয়াল বলেন, গুজরাটে সরকার গঠনের তিন মাস পর থেকে আমরা বিনামূল্যে বিদ্যুৎ দেব। তরুণদের কর্মসংস্থানের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা বেকারদের ভাতা দেব। আমরা দিল্লি মডেলের আদলে গ্রামে গ্রামে হাসপাতাল ও স্কুল তৈরি করব।

আম আদমি পার্টির নেতা দাবি করেন, পাঞ্জাবের প্রায় ২৫ লাখ পরিবার সম্প্রতি বিনামূল্যে বিদ্যুৎ পেয়েছে এবং দিল্লিতে বসবাসকারী অনেকে এ ধরনের বিশেষ সুবিধা পেয়েছে।

পাঞ্জাব ও দিল্লি উভয় রাজ্যেই ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি।

সূত্র : এএনআই




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top