শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

তুরস্কের সঙ্গে বুলগেরিয়ার ১৩ বছরের গ্যাসচুক্তি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩, ০৪:৫৩

গ্যাসচুক্তি

রাশিয়ার গ্যাস বন্ধ হয়ে যাওয়ার পর বেশ সমস্যায় পড়েছিল বুলগেরিয়া। এরই পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক চুক্তি হলো তুরস্ক এবং বুলগেরিয়ার। এবার তুরস্কের ট্রানজিট নেটওয়ার্ক ব্যবহার করবে দেশটি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির ফলে বছরে এক দশমিক পাঁচ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস তুরস্কের ভেতর দিয়ে বুলগেরিয়ায় নিয়ে যাওয়া সম্ভব হবে। ১৩ বছরের জন্য চুক্তিটি স্বাক্ষর করা হয়েছে।

আরও পড়ুন : দেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধানমন্ত্রী

তুরস্কের সরকারি গ্যাস কোম্পানির নাম বোটাস। তরলিকৃত গ্যাস ব্যবহারে বুলগেরিয়ার সমস্যা ছিল। ওই গ্যাস সাপ্লাই করার ব্যবস্থা তাদের ছিল না। এবার তুরস্কে সে কাজ হয়ে যাবে। তুরস্ক থেকে সরাসরি বুলগেরিয়ার কাছে গ্যাস যাবে। বস্তুত, বিদেশের যে সব জায়গা থেকে বুলগেরিয়া গ্যাস সংগ্রহ করে, সেটিও তুরস্কের মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে।

বুলগেরিয়াসহ পূর্ব ইউরোপের একাধিক দেশ রাশিয়ার গ্যাসের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি হতে থাকে। এরই জেরে গত বছরের এপ্রিল মাসে বুলগেরিয়ায় রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top