রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পূর্ব ভূমধ্য সাগর থেকে নিজের উপকূলে ফিরেছে তুরস্কের জাহাজ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১

তুরস্কের অনুসন্ধানী জাহাজ অরুজ রেইয

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভূমধ্যসাগরের ভূতাত্ত্বিক জরিপ শেষে উপকূলে ফিরে গেছে তুরস্কের গবেষণা জাহাজ অরুজ রেইয। গ্রীক সরকারের এমন ঘোষণায় স্বস্তি ফিরে এসেছে ভূমধ্য সাগরীয় অঞ্চলে। প্রায় এক সপ্তাহ ধরে গ্রীসের ক্রিট দ্বীপের কাছে ভূমধ্য সাগরে তেল-গ্যাস অনুসন্ধান চালিয়ে আসছিল তুরস্কের এই গবেষণা জাহাজ। অনুসন্ধান শেষে সময় মত তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আনাতালিয়া বন্দরে ফিরে যায় জাহাজ অরুজ রেইয। ভূমধ্যসাগরে তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধান এলাকাটি নিজের বলে দাবি করে আসছে অপর দু’টি দেশ গ্রীস ও সাইপ্রাস।

এর আগে তুরস্কের নৌবাহিনী এক ঘোষণায় জানিয়েছিল, তেল-গ্যাস অনুসন্ধান চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। সে ঘোষণা অনুযায়ী তেল-গ্যাস অনুসন্ধান শেষ করে তুরস্কের উপকূলে ফিরে এলো অরুজ রেইয। তুরস্কের এ ভূমিকাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে গ্রীস।

তুরস্ক আগে থেকেই বলে আসছিলো, ভূমধ্যসাগরে প্রতিবেশী দেশগুলোর সমস্যা এটা একটা সমাধানযোগ্য বিষয় যা আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। অনুসন্ধানী জাহাজ অরুজ রেইয ফিরে আসার মাধ্যমে ভূমধ্যসাগরে চলমান সাম্প্রতিক উত্তেজনা অনেকাংশে কমে যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top