সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

নিউইয়র্কে সাত হাজারের বেশি নার্সের ধর্মঘট

রাজিউর রেহমান | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩, ০৩:২৬

নিউইয়র্কে নার্স ধর্মঘট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের দুটি বৃহত্তম হাসপাতালের ৭ হাজার ১০০ নার্স ধর্মঘটে যোগ দিয়েছেন। বেতন ভাতা বাড়ানো, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং কাজের পরিবেশ উন্নত করার দাবিতে সিটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে নার্সরা গতকাল সোমবার থেকে ধর্মঘট শুরু করেন। 

এরআগে, রোববার গভীর রাত পর্যন্ত নিউইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশনের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনা চলে। কিন্তু আলোচনা ব্যর্থ হওয়ার পর নিউইয়র্কের ব্রঙ্কস কাউন্টির মন্টিফিওরে মেডিকেল সেন্টারের ৩ হাজার ৫০০ এবং ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালের ৩ হাজার ৬০০ নার্স ধর্মঘট শুরু করেন।

আরও খবর>>>শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

নার্সেস ইউনিয়নের কর্মকর্তারা বলছেন, আমেরিকায় যে ব্যাপকভাবে মুদ্রাস্ফীতি ঘটেছে তার সঙ্গে তাল মেলানোর জন্য তারা বেতন ভাতা বাড়ানোর দাবি তুলেছেন। এছাড়া হাসপাতালগুলোতে দিন দিন লোকবল কমে যাওয়ার কারণে অনেক বেশি রোগী দেখাশোনা করতে হচ্ছে। এতে করে তাদের উপর অত্যধিক চাপ সৃষ্টি করেছে।

নিউ ইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ন্যান্সি হ্যাগান সোমবার মাউন্ট সিনাইয়ের বাইরে ধর্মঘটের সময় বলেন, আমরা যা চাইছি তা হল রোগীদের জন্য নিরাপদ স্টাফিং এবং মানসম্পন্ন যত্নের জন্য। আমরা মনে করি না, আমরা খুব বেশি কিছু চাইছি।

এদিকে, হাসপাতালগুলো সোমবার পৃথক বিবৃতিতে বলেছে, তারা নার্সদের ১৯.১ শতাংশ চক্রবৃদ্ধি মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। মন্টেফিওর মেডিকেল সেন্টার আরও বলেছে, তারা ১৭০ টিরও বেশি নতুন নার্সিং অবস্থান তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন, তিনি এবং তার কর্মীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। কতৃপক্ষ শহরের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সচল রাখতে কারণে যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানান তিনি। সূত্র: রয়টার্স

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top