ইয়েমেনের হুতি অবস্থানে সৌদি জোটের হামলা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪১
ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইয়েমেনে হুদি বিদ্রোহীদের অবস্থানে বেশ কয়েকবার বিমান চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী। রোববার সানা বিমানবন্দর, শহর কেন্দ্র এবং সানার উত্তর অংশে ১১ বার বিমান হামলা চালায় সৌদি জোট।
ইয়েমেনের সাবা নিউজ এজেন্সি জানায়, কমপক্ষে পাঁচটি হামলা হয়েছে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরের কাছে। এর পাশাপাশি রাজধানীর প্রাণকেন্দ্র এবং এর উত্তর অংশেও হামলা হয়েছে রোববার।
সৌদি ভিত্তিক আল-আরাবিয়া মিডিয়া নেটওয়ার্ক জানায়, ইয়েমেনের রাজধানী সানায় হুতি ব্যারাক ও সামরিক অবস্থানে হামলা চালিয়েছে সৌদি কোয়ালিশন। এতে উত্তর সানায় অবস্থিত আল-দেলমি বিমান ঘাটিতে রাখা হুতিদের চারটি ড্রোন ধ্বংস হয়।
যদিও দু’পক্ষের কেউই রোববারের হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।