রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

এবার কৃষ্ণ সাগরে অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৯

তুরস্কের অনুসন্ধানী জাহাজ কানুনি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভূমধ্যসাগরের পর এবার কৃষ্ণ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মনযোগী হয়েছে তুরস্ক। টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন তুরস্কের জ্বালানী মন্ত্রী ফাতেহ দোনমাজ। রোববার বিকেল প্রকাশিত বার্তায় তিনি জানান, শিগগিরই তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধানী আরেকটি জাহাজ পাঠানো হচ্ছে কৃষ্ণ সাগরে। সেখানে ‘কানুনি’ নামের জাহাজটি অচিরেই কাজ শুরু করবে বলে আশা করেন তিনি। তবে কৃষ্ণ সাগরের কোন্ এলাকায় কানুনি অনুসন্ধান চালাবে, তা উল্লেখ করেননি তুরস্কের জ্বালানী মন্ত্রী।

কৃষ্ণ সাগর পাড়ে ইউরোপের দেশগুলো হচ্ছে বুলগেরিয়া, রোমানিয়া ও মলদোভিয়া। আছে জর্জিয়া, ইউক্রেইন ও রাশিয়ার মত এশিয়ার তিন প্রভাবশালী দেশও। তুরস্কের জ্বালানী মন্ত্রীর এমন ঘোষণায় এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেখায়নি কৃষ্ণ সাগর তীরবর্তী দেশগুলো।

এদিকে তেল-গ্যাস অনুসন্ধানী জাহাজ অরুজ রেইয তুরস্কের আনতালিয়ার বন্দরে ফিরে আসায় উত্তেজনা কমেছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top