রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ৫০ বছরের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৫৯

সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের একবছর পূর্তি উপলক্ষে রাশিয়ার বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে জাতিসংঘ। এর পাশাপাশি ইউক্রেন থেকে সেনা সরিয়ে নেওয়ার দাবিসহ নানা সমালোচনার সম্মুখীনও হচ্ছে মস্কো। আর এর মধ্যেই রাশিয়ার আর্থিক খাতের বিরুদ্ধে ৫০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ইউক্রেনের পার্লামেন্ট এই নিষেধাজ্ঞা আরোপ করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, দেশটির সকল বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ তহবিল, বীমাকারী এবং অন্যান্য উদ্যোগসহ বিভিন্ন রুশ আর্থিক প্রতিষ্ঠানের ওপর ৫০ বছরের জন্য ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেনের পার্লামেন্ট। পূর্ণ মাত্রায় সামরিক আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর আর্থিক চাপ বজায় রাখতে সর্বশেষ এই নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ কিয়েভ নিয়েছে বলেও এতে জানানো হয়েছে। ‘রাশিয়ান ফেডারেশনের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইউক্রেনের বাজার এবং সম্পদে প্রবেশাধিকার সম্পূর্ণ আটকে দিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

আরও পড়ুন: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে ভারতীয় মার্কিন নাগরিক অজয়

রয়টার্স বলছে, ইউক্রেনীয় পার্লামেন্টে ৩২৫ জন ডেপুটি অর্ধ শতাব্দীর জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এই পদক্ষেপকে সমর্থন করে ভোট দিয়েছে। ইউক্রেনের অর্থনীতি মন্ত্রী ইউলিয়া সিভিরিডেনকো বলেছেন, তাদের আরোপিত এসব নিষেধাজ্ঞা রাশিয়ায় নিবন্ধিত শত শত ব্যাংক এবং কয়েক হাজার আর্থিক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করবে।’

ইউক্রেন অবশ্য ইতোমধ্যে শত শত রাশিয়ান কর্মকর্তা এবং ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া রাশিয়ার সাথে যুক্ত ব্যক্তিদের জমির মালিকানায় হস্তক্ষেপ, রাশিয়ান পণ্য এবং কিছু পরিষেবার জনসাধারণের জন্য ক্রয় নিষিদ্ধ করার পাশাপাশি রাশিয়ার সাথে যুক্ত ব্যক্তিদের কাছে প্রযুক্তি হস্তান্তরও স্থগিত করেছে। অন্যদিকে মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে আসছে। যার মধ্যে রাশিয়ার পারমাণবিক খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ নেওয়ার দাবিও জানাচ্ছে পূর্ব ইউরোপের এই দেশটি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top