শেখ মুজিবের পর এবার পর্দায় ধরা দিবেন শেখ হাসিনা
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫, ১৫:১৯

ভারত-বাংলাদেশ সম্পর্ক, কূটনীতি আর রাজনৈতিক টানাপোড়েন—সব মিলিয়ে আসছে ‘রক্তবীজ ২’। টিজার শুরুতেই উচ্চারণ— 'যতবার ভারত ও বাংলাদেশ কাছাকাছি এসেছে, ততবার মাথা চাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাস।' আর এই সংলাপই যেন পুরো ছবির সুর বেঁধে দিল।
শোনা যাচ্ছে, গল্পের মূল প্রেক্ষাপটে আনা হয়েছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের বাস্তব ঘটনাগুলো। টিজারে দেখা মিলেছে নড়াইলের ভদ্রবিলা গ্রামে শ্বশুরবাড়িতে তার যাওয়ার দৃশ্য, যেখানে স্থানীয়দের পক্ষ থেকে ছিল ইলিশ, পিঠা আর নানা আয়োজন।
চরিত্র নির্বাচনে রয়েছে বড় চমক। শেখ হাসিনার চরিত্রে সীমা বিশ্বাস, প্রণব মুখার্জির চরিত্রে ভিক্টর ব্যানার্জি। আগের কিস্তির মতোই থাকছেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। নতুন সংযোজন অঙ্কুশ হাজরা—যাকে এবার দেখা যাবে খলনায়কের ভূমিকায়। তার সংলাপ “মানুষের থেকে মকসদ বড়” ইতিমধ্যেই দর্শকের মনে দাগ কেটেছে। ছবির একটি আইটেম গানে নেচেছেন নুসরাত জাহান।
টিজার মুক্তির পর থেকেই প্রশংসার ঝড়। সহ-অভিনেতা দেব অঙ্কুশকে অভিনন্দন জানিয়ে লিখেছেন - 'টিজার দেখে খুব ভালো লাগল ভাই, টিমকে শুভেচ্ছা।'
সব মিলিয়ে প্রত্যাশা এখন আকাশচুম্বী। দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ ২’।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।