বিশ্বের ইতিহাসে উষ্ণতম বছর ২০২৩

রায়হান রাজীব | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৩, ১৬:৪২

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে কপ২৮ জলবায়ু সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, মানবতার ইতিহাসে ২০২৩ সালই হতে চলেছে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ বছর। 

বিশ্ব নেতাদের জলবায়ু পরিবর্তন ঠেকাতে কাজ করার আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, আমরা জলবায়ু ভেঙে পড়ার বাস্তব চিত্র চোখের সামনে দেখতে পাচ্ছি। তিনি জলবায়ু পরিবর্তন ঠেকানোর লক্ষ্যমাত্রা পূরণে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান। ২০২৩ সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হতে চলার রেকর্ড ‘বিশ্ব নেতাদের শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দেওয়া উচিত’ বলে মন্তব্য করেন তিনি। 

গুতেরেস তাঁর বক্তব্যে সমুদ্রস্তর বেড়ে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড উচ্চ পর্যায়ে পৌঁছানো এবং অ্যান্টার্কটিকার বরফ গলে নিম্ন পর্যায়ে চলে আসার বিষয়টি উল্লেখ করে এ ব্যাপারে সতর্ক করেন।তিনি বলেন, বৈশ্বিক এ উষ্ণায়ন বিশ্বনেতাদের শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দেয়ার মত অবস্থা। আমরা বৈশ্বিক জলবায়ু ভেঙে পড়ার বাস্তব চিত্র চোখের সামনে দেখতে পাচ্ছি।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এর গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট ২০২৩ অনুসারে, চলতি বছরের প্রথম ১০ মাসে বিশ্বব্যাপী তাপমাত্রা ছিল গড়ে প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি। রেকর্ডটি একমাস বাকি থাকা সত্ত্বেও বছরটিকে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করার জন্য যথেষ্ট।এমনকি বিষয়টি কপ-২৮ সম্মেলনের আলোচকদের জন্যেও কঠোর সতর্কতা বলে মনে করছেন বিশ্লেষকরা।

এবছর কপ২৮ সম্মেলনে বৈশ্বিক প্রায় ৭ হাজার নেতা এ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আমিরাতের সুলতান আল-জাবের বলেছেন, এই সম্মেলন হতে হবে প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্মেলন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে ১০ হাজার কোটি ডলারের তহবিল সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও পূরণ হওয়া চাই।

গ্রিনহাউজ গ্যাস নির্গমনের কারণে পৃথিবীর উষ্ণ হচ্ছে। তাপমাত্রা এখনও বেড়েই যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, আগামী ৭ বছরের মধ্যে এই উষ্ণতা প্রায় অর্ধেকে নামাতে হবে। তাদের কথায়, বিশ্বের দেশগুলোর বর্তমান নীতিতে পৃথিবী বিপর্যয়কর পরিবর্তনের দিকেই যাচ্ছে। বেশীমাত্রায় দেখা যাচ্ছে তাপপ্রবাহ, বৃষ্টিপাত, সমুদ্রস্তর বৃদ্ধি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top