ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ

Nasir Uddin | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৫, ১৬:৩৮

ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ

চুক্তি শেষ হওয়ায় ইউক্রেন হয়ে ইউরোপের দেশগুলোতে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে, ইউরোপে গ্যাস সরবরাহের জন্য রাশিয়ার গ্যাজপ্রমের সঙ্গে ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফতোগ্যাজের যে পাঁচ বছরের চুক্তি ছিল, তার মেয়াদ শেষ হয়েছ গতকাল। তারা আর তাদের ভূখÐ হয়ে ইউরোপের দেশগুলোতে রাশিয়াকে গ্যাস সরবরাহের সুযোগে দেবে না।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ রুশ বাহিনীকে ‘ইউক্রেনের নাগরিকদের রক্তের ওপর দিয়ে বাড়তি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করার সুযোগ আর দেবে না।’ গ্যাস সংকট মোকাবিলায় যথাযথ প্রস্তুতি নিতে ইউরোপের দেশগুলোকে তিনি এক বছর সময় দিয়েছেন।

এদিকে, ইউরোপীয় কমিশন (ইসি) জানিয়েছে, তাদের গ্যাসের চাহিদা এবং এর ব্যবস্থাপনা ‘স্থিতিস্থাপক এবং নমনীয়’ এবং ইউক্রেনের মধ্য দিয়ে রাশিয়ার গ্যাস ট্রানজিট বন্ধ হওয়ার প্রভাব মোকাবিলায় যথেষ্ট সক্ষমতা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের আছে। তবে এখনো তুরস্ক এবং সার্বিয়ার পাশাপাশি হাঙ্গেরিতে তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে কৃষ্ণসাগর পাড়ি দিয়ে গ্যাস পাঠাতে পারবে রাশিয়া।

এদিকে, ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বজুড়ে উদযাপনের মধ্যেই ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানী কিয়েভে কয়েক দফায় ড্রোন হামলা চালায় মস্কো। কিয়েভের বিমান বাহিনী ড্রোন হামলা হতে পারে বলে সতর্ক করার পরই সকালে আকাশজুড়ে বিস্ফোরণগুলো ছড়িয়ে পড়ে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে এবং দুটি জেলায় বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশেঙ্কো জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের আক্রমণ প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top