সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

বিশ্বকে তাক লাগিয়ে হাইড্রোজেন ট্রেনের যুগে পা রাখছে ভারত

রাজীব রায়হান | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৩৯

ছবি: সংগৃহীত

গোটা বিশ্বকে তাক লাগিয়ে ভারতীয় রেলের ইতিহাসে নয়া মাইলফলক রচনা হবে আগামী ৩১ মার্চ। ওই দিন রেল লাইনে গড়াবে হাইড্রোজেন ট্রেনের চাকা। স্টিম ইঞ্জিন থেকে ইলেকট্রিক হয়ে এবার হাইড্রোজেন ট্রেনের যুগে পা রাখবে ভারত। আর দেখবে বিশ্ববাসী।

এই মুহূর্তে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ) চলছে শেষপর্যায়ের কাজ। আইসিএফ-এর জেনারেল ম্যানেজার সুব্বা রাও জানিয়েছেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন নামাচ্ছে ভারত। বিশ্বের হাতে গোনা যে কয়টি দেশ হাইড্রোজেন ট্রেন তৈরিতে সক্ষম হয়েছে, সেই সব ইঞ্জিনের ক্ষমতা ৫০০ থেকে ৬০০ হর্স পাওয়ার পর্যন্ত। ভারত যে ইঞ্জিন তৈরি করেছে সেটার ক্ষমতা দ্বিগুণ, ১২০০ হর্স পাওয়ার।

হাইড্রোজেন ট্রেনের সুবিধা একাধিক। প্রথমত এই ট্রেনের দূষণ বলে কিছু নেই। পরিবেশ দূষণ কমিয়ে আনতে গুরুত্বপুর্ণ ভূমিকা নেবে এই ট্রেন। দ্বিতীয়ত খরচ খুবই কম, ফলে বর্তমান ট্রেনের ভাড়া থেকে হাইড্রোজেন ট্রেনের ভাড়া অনেকটাই কম হবে। এছাড়া এই ট্রেনের বহন ক্ষমতা প্রায় দ্বিগুণ। স্বাভাবিকভাবেই এটাও ভাড়া কমিয়ে আনতে সাহায্য করবে।

সুব্বা রাও জানিয়েছেন, এরইমধ্যে ভারতীয় রেল ২৪০০ কোটি টাকা এই প্রকল্পে বিনিয়োগ করেছে। আগামী দিনে প্রথম পর্যায়ে মোট ৩৫ টি ট্রেন চালানো হবে। আগামী ৩১শে মার্চ দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ঝিন্দ থেকে সোনিপথ পর্যন্ত ৮৯ কিলোমিটার পথ। বর্তমানে এই ট্রেনের সর্বোচ্চ গতি, প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top