ইইউয়ের পণ্যে শুল্ক আরোপের হুঁশিয়ারী ট্রাম্পের

Nasir Uddin | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১:৩২

ছবি: রয়টার্স

কানাডা, মেক্সিকো ও চীনের পর এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ‘খুব শিগগিরই’ ইইউ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে। যদিও ইইউ এর আগে সতর্ক করেছিল, ট্রাম্প যদি তাদের পণ্যের ওপর শুল্ক আরোপ করেন তবে তারা ‘কঠোর প্রতিক্রিয়া’ জানাবেন।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার কানাডা, মেক্সিকো ও চীনের আমদানী পণ্যে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে প্রতিক্রিয়াও জানিয়েছে দেশ তিনটি। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও-তে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে চীন।

শুল্ক আরোপের সাম্প্রতিক তালিকায় যুক্তরাজ্য নেই বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে বাজেটে ঘাটতি পূরণে কাউকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রয়োজনে ব্রিটেনের পণ্যেও বসবে আমদানী শুল্ক। এই পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে বিশ্ব বাণিজ্যে দেখা দিয়েছে অস্থিরতা। এরইমধ্যে পুঁজিবাজারে দরপতন এবং ট্রেজারি বন্ডের সুদের হার বেড়েছে। যা বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলেছে।

বিবিসি বলছে, বেশি প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারে। উদ্বিগ্ন নিউইয়র্কের পুঁজিবাজারে বিনিয়োগকারীরাও। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সম্পাদকীয়তে ট্রাম্পের এই শুল্ক আরোপকে 'ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ' বলে অভিহিত করেছে।

তবে ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে মাদক ও অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতেই এসব পদক্ষেপ। গত নয় দিনে বিভিন্ন অঙ্গরাজ্যে ৭ হাজার ২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইনপ্রয়োগকারী সংস্থা- আইসিই। তাদের মধ্যে ৫ হাজার ৭৬৩ জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়ানতোনামো কারাগারে পাঠানো হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে জানিয়েছে আইসিই।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top