মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭০০, সহায়তার আবেদন
রাজীব রায়হান | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৫, ১২:৪৪

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭১৯-এ পৌঁছেছে। এমনটা জানিয়েছে দেশটির জান্তা সরকার। আহত হয়েছেন ৪ হাজার ৫২১ জন। নিখোঁজ রয়েছেন অন্তত ৪৪১ জন। খবর রয়টার্সের। দেশটির সামরিক সরকারের প্রধান আশঙ্কার কথা জানিয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) এক টেলিভিশন ভাষণে মিন অং হ্লাইং বলেছেন, মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মান্দালয় ও সাগাইং অঞ্চলে। সেখানেও উদ্ধার অভিযান চলছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে থাকতে পারেন। ভূমিকম্পের পর মিয়ানমারের দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকট চরমে পৌঁছেছে।
নিহতদের স্মরণে মিয়ানমারে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে জান্তা সরকার।
শুক্রবার (২৯ মার্চ) ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাগাইং অঞ্চল। উৎপত্তিস্থলের কাছেই মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের অবস্থান। মান্দালয়ে আইআরসির একজন কর্মী বলেছেন, ‘ভূমিকম্পে মানুষজনকে আতঙ্কের মধ্যে বসবাস করতে হচ্ছে, লোকজন এখন পরাঘাতের ভয় পাচ্ছেন। তাঁরা বাইরে রাস্তায় বা খোলা মাঠে রাত পার করছেন।’
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।