সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান
Nasir Uddin | প্রকাশিত: ৩ মে ২০২৫, ১২:৩২

সিন্ধু পানিবণ্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের ওপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করে, তাহলে ইসলামাবাদ হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুক্রবার (২ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ টেলিভিশন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন তিনি।
জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে খাজা আসিফ বলেন, ‘ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের কাঠামো নির্মাণের চেষ্টা করে, আমরা তা গুঁড়িয়ে করে দেব। এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন।’
তিনি আরও বলেন, ‘আগ্রাসন মানেই শুধু গোলাগুলি নয়, পানি আটকে দেওয়া, জনগণকে অনাহারে বা তৃষ্ণায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া—এটাও একধরনের যুদ্ধ।’
প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ‘নাটক’ সাজাচ্ছেন। তিনি বলেন, ভারত আন্তর্জাতিক মহলের কাঙ্ক্ষিত সমর্থন পায়নি। মোদি সরকার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে পারেনি। বরং আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের বিরুদ্ধে করা অভিযোগ খারিজ করে দিয়েছে।’
খাজা আসিফ বলেন, ‘এখনই সরাসরি সংঘর্ষ নয়, বরং পাকিস্তান কূটনৈতিক ও চুক্তিভিত্তিক ফোরামে এই ইস্যু তুলবে। আমরা সিন্ধু পানি চুক্তিকে ভিত্তি করে আমাদের অবস্থান তুলে ধরব এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক অংশীদারদের দ্বারস্থ হব।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারতের জন্য এ চুক্তি লঙ্ঘন করা সহজ হবে না এবং পাকিস্তান এর বিরোধিতা করতে সব ধরনের কৌশলগত পদক্ষেপ নেবে।’
প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।