ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান
Nasir Uddin | প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১১:৫৬

পাকিস্তান আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। চলতি মাসের ৬ থেকে ৭ মে রাতের কোনো এক সময় কাশ্মীরের শ্রীনগরের পূর্বাঞ্চলীয় পামপুর এলাকায় ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ ফাইটার জেট ভূপাতিত করা হয় বলে দাবি করেছেন তিনি।
এ যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তানের দাবি অনুযায়ী, মোট ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হলো চলমান উত্তেজনার মধ্যে। বিধ্বস্ত বিমানগুলির মধ্যে তিনটি রাফায়েল যুদ্ধবিমান, একটি সুখোই এসইউ-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ ২০০০ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেহবাজ এই তথ্য জানান। তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে যে আমাদের বিমান বাহিনী অত্যন্ত দক্ষ এবং মাতৃভূমির নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়, কামরায় ঘাঁটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদসহ সামনের সারির সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব, নিখুঁত দক্ষতা ও জাতীয় প্রতিরক্ষা বিষয়ে দৃঢ় অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন।
শেহবাজ বলেন, ‘ভারতের অকারণ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংযম, কৌশলগত দূরদর্শিতা দেখিয়েছে এবং কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের দ্রুত ও পরিকল্পিত জবাব শুধু হুমকিটিকে নিরসনই করেনি, বরং শত্রুপক্ষের সামরিক অবকাঠামোয় বড় ধাক্কা দিয়েছে। এটি প্রমাণ করেছে—দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের প্রতিশ্রুতি অটুট।’
বিবৃতিতে আরও বলা হয়, সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘সশস্ত্র বাহিনীর সতর্কতা ও সাহসিকতায় পুরো জাতি গর্বিত। আবারও প্রমাণ হয়েছে—পাকিস্তানের নিরাপত্তা দুর্ভেদ্য এবং যেকোনো আগ্রাসনের জবাব কঠোর, সময়োপযোগী ও নির্দয়ভাবে দেওয়া হবে।’
তিনি পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দিকীর নেতৃত্বেও সন্তোষ প্রকাশ করেন এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে বাহিনীর কার্যক্ষমতা বাড়ানোর ভূমিকাকে গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সাহসী পাইলট ও নিবেদিত কর্মীদের নিখুঁত দক্ষতা এবং সাহসিকতা পাকিস্তান সশস্ত্র বাহিনীর অপরাজেয় চেতনার প্রতিফলন। তোমরা আমাদের আকাশের মর্যাদা রক্ষা করেছ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছ।’
শাহবাজ আরও বলেন, ‘পাকিস্তান সরকার ও জনগণ জাতীয় নিরাপত্তা বিষয়ে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বাহিনী দেশের প্রতিটি ইঞ্চি রক্ষায় সর্বদা প্রস্তুত। যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে সময়মতো, সঠিকভাবে ও নির্ণায়কভাবে। আমরা ঐক্যবদ্ধ, সজাগ ও অবিচল।’
প্রসঙ্গত, কয়েক দশক ধরে চলা ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ৭ মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পালটা জবাবে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল। এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। চারদিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে ১১ সেনা এবং ৪০ বেসামরিক নাগরিক নিহত হন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।