মাঝ আকাশে নগ্ন হয়ে উদ্দাম নাচ বিমানকর্মীর
Nasir Uddin | প্রকাশিত: ১০ জুন ২০২৫, ১৩:৪৭
 
                                        ৩৭ হাজার ফুট উচ্চতায় মাঝ আকাশে উড়ন্ত বিমানে দায়িত্ব পালন না করে নগ্ন হয়ে উদ্দাম নাচ– এমন বিস্ময়কর কাণ্ড ঘটল। আকাশপথে চলা আন্তর্জাতিক ফ্লাইটে সাধারণত পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রতিচ্ছবি দেখা যায়। কিন্তু সম্প্রতি এই ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট। যেখানে এক কেবিন ক্রু নিজের দায়িত্ব পালনের পরিবর্তে সম্পূর্ণ নগ্ন হয়ে বাথরুমে উদ্দাম নৃত্য করছিলেন। ঘটনায় বিমানের যাত্রীরা এবং সহকর্মীরা পড়েন চরম অস্বস্তিতে।
রোববার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল এই বিমানটি। যাত্রাপথে এমন ঘটনা ঘটার পর শোরগোল বাঁধে বিমানকর্মীদের মধ্যে। পুলিশ ইতোমধ্যে সেই বিমানকর্মীকে গ্রেপ্তার করেছে।
যখন এক কেবিন ক্রু ডিউটি আওতায় না থাকায় অন্যরা তার খোঁজ শুরু করেন। অনুসন্ধান করে দেখা যায়, তিনি বিমানের বাথরুমে নগ্ন হয়ে অপ্রকৃতিস্থের মতো নাচছেন। তার এমন আচরণে সহকর্মীরা চরম বিব্রত হন। একজন সহকর্মী বলেন, “আমার মনে হয়, তিনি হয়তো কোনও ট্যাবলেট খেয়েছিলেন। বুঝে উঠতে পারিনি কীভাবে এই অবস্থায় এলেন তিনি।”
তৎক্ষণাৎ ফার্স্ট ক্লাসের একটি অতিরিক্ত পায়জামা এনে তার গায়ে ছুঁড়ে দেন অন্য কেবিন ক্রুরা। এরপর তাকে বাথরুম থেকে বের করে এনে ফার্স্ট ক্লাস কামরায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই বাকি সাড়ে ১০ ঘণ্টার ফ্লাইটজুড়ে রাখা হয়। বিমান হিথরোতে অবতরণ করার পরে তাকে মেডিকেল সহায়তা দেওয়া হয় এবং হুইলচেয়ারে করে নামিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ব্রিটিশ এয়ারওয়েজের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই কর্মীকে ডিউটি থেকে সরিয়ে রাখা হয়েছে।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উঠে এসেছে আরেকটি বিতর্কিত ঘটনা। কিছুদিন আগেই ব্রিটিশ এয়ারওয়েজের এক তরুণী কেবিন ক্রু শার্লট মে লি শ্রীলঙ্কায় গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার হন। ২১ বছর বয়সী লি ব্যাঙ্কক থেকে কলম্বো আসার পথে ১.২ মিলিয়ন পাউন্ড মূল্যের গাঁজা বহন করছিলেন বলে অভিযোগ ওঠে। বর্তমানে তিনি শ্রীলঙ্কার আদালতে বিচারাধীন।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।