সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পরীক্ষার হলের পাশে বিস্ফোরণ, পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থীর মৃত্যু
Nasir Uddin | প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ১২:১৪
 
                                        মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক) উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় পদদলিত হয়ে কমপক্ষে ২৯ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৮০ জন। বুধবার (২৫ জুন) বিকালে রাজধানী বাঙ্গুইয়ের একটি স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের পরিচালক আবেল আসায়ে।
এদিন উচ্চ মাধ্যমিক সমাপনী (ব্যাকালোরিয়া) পরীক্ষার দ্বিতীয় দিনে শহরের লাইসেই বারথেলেমি বোগান্ডা স্কুলে প্রায় ছয় হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছিল। এ সময় স্কুল ভবনের নিচতলায় অবস্থিত একটি বিদ্যুৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। স্থানীয় রেডিও এনডেকে লুকার বরাতে জানা যায়, ‘বিস্ফোরণের শব্দ এবং ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখনই হুড়োহুড়ি শুরু হয় এবং পদদলিত হয়ে অনেকেই আহত ও নিহত হন।’
স্থানীয় রেডিও এনডেকে লুকার বরাতে জানা যায়, ‘বিস্ফোরণের শব্দ এবং ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখনই হুড়োহুড়ি শুরু হয় এবং পদদলিত হয়ে অনেকেই আহত ও নিহত হন।’
দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ফোস্টিন-আর্কাঞ্জ টোয়াদেরা জাতীয় শোক ঘোষণা করেছেন। নিহত শিক্ষার্থীদের প্রতি শোক জানিয়ে তিনি আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
শিক্ষামন্ত্রী অরেলিয়াঁ-সিমপ্লিস কংবেলেত-জিমগাস এক বিবৃতিতে বলেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা নিহতদের পরিবারকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি জানান, পরবর্তী সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিবিসিকে এক নারী শিক্ষার্থী জানান, আমি বুঝতেই পারিনি কী ঘটলো। পরীক্ষা দিচ্ছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে মাথা ঝিমঝিম করে ওঠে, তারপর থেকে পেলভিকে তীব্র ব্যথা অনুভব করছি।
রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে (আরএফআই) এক আহত শিক্ষার্থী বলেন, বিস্ফোরণের সময় ইতিহাস ও ভূগোল পরীক্ষা চলছিল। আমরা জীবন বাঁচাতে দৌড়াতে গিয়ে যেন মৃত্যু দেখে ফেলেছি। কারণ সবাই একসঙ্গে বেরোতে চাইছিল, কিন্তু দরজাটা ছিল খুবই ছোট।
এ ঘটনায় সমবেদনা জানিয়ে, ৩ দিনের শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফস্টিন আর্চেঞ্জ তোয়াদেরা। দলের ফেসবুক পেজে এক ভিডিওতে তিনি বলেন, আমি মৃতদের স্বজন, শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীদের প্রতি আমার সংহতি এবং সমবেদনা প্রকাশ করছি।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।