মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের প্রাপ্য—ঘোষণা দিলেন নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জুলাই ২০২৫, ১১:৫৮

ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্য! এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই দাবির পেছনে রয়েছে—মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’।

সোমবার, ওয়াশিংটনের হোয়াইট হাউসে আয়োজিত এক নৈশভোজে নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে তুলে দেন একটি চিঠির কপি—যেটি নোবেল শান্তি পুরস্কারের জন্য তার মনোনয়ন সুপারিশ।

নেতানিয়াহু বলেন—তিনি আমাদের কথায় সাড়া দিয়ে একের পর এক দেশে শান্তি ফিরিয়েছেন। এই মনোনয়ন তার প্রাপ্য। মনোনয়নের খবর শুনে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল চমকপ্রদ! তিনি বলেন—আমি জানতামই না! বাহ! সত্যিই দারুণৃ নেতানিয়াহুর কাছ থেকে এটা পাওয়া মানে অনেক কিছু।

নৈশভোজে ট্রাম্প বলেন—নেতানিয়াহু ও সারাকে আমি বহু বছরের বন্ধু হিসেবে জানি। একসঙ্গে অনেক অর্জন করেছি। এর আগেই, ইরান–ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় একজন মার্কিন কংগ্রেস সদস্যও ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top