ক্যামেরাবিহীন বৈঠক, লাশভর্তি গাজা—বিশ্ব কি শুধুই দর্শক?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২৫, ১৪:৫০

২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার! হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার বসেছেন আলোচনায়—গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে।
হোয়াইট হাউসে মঙ্গলবার সন্ধ্যায় অনির্ধারিত এই বৈঠক চলে এক ঘণ্টারও বেশি সময়—কিন্তু কোন সাংবাদিক, কোন ক্যামেরা, কিছুই ছিল না সেখানে।
ঠিক এই বৈঠকের সময়ই গাজার মাটিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হন। এ এক ভয়াবহ প্রতিচ্ছবি—একদিকে আলোচনা, অন্যদিকে রক্তপাত!
এর আগে সোমবারও দুই নেতা নৈশভোজে দীর্ঘ বৈঠক করেছিলেন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শুরুর পর, এই নিয়ে নেতানিয়াহুর তৃতীয় মার্কিন সফর।
ট্রাম্প পরিষ্কার বলেছিলেন, গাজা একটি ট্র্যাজেডি। আমাদের এটা বন্ধ করতে হবে। আমি সমাধান চাই, এবং আমি বিশ্বাস করি, অন্য পক্ষও চায়। কিন্তু কি সেই সমাধান? অস্ত্রবিরতি? না কি নতুন কোনো শর্ত?
আল জাজিরা বলছে—এই আলোচনাগুলো থেকে এখনো খুব সামান্য তথ্যই বাইরে এসেছে। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে—ঠিক কী আলোচনা হচ্ছে? কোন পথে এগোচ্ছে এই সংকট?
গাজার জনগণ যুদ্ধ নয়, শান্তি চায়। আর বিশ্ব এখন তাকিয়ে আছে—ওয়াশিংটনের এই আলোচনার টেবিলে কী লিখা হচ্ছে ভবিষ্যতের রক্তচিত্র?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।