মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বারাক ওবামাকে হ্যান্ডকাফ? এআই ভিডিও দিয়ে আবারও বিতর্কে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১২:৪৯

ছবি: সংগৃহীত

এফবিআই অফিসাররা বারাক ওবামাকে গ্রেফতার করছে! হোয়াইট হাউসে বসে ট্রাম্প হাসছেন! শুনতে অবিশ্বাস্য লাগছে? কারণ—এটা বাস্তব নয়। এটা একটি এআই ভিডিও, যেটা নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই ভিডিওতে দেখা যায়—বারাক ওবামা বলছেন, বিশেষত প্রেসিডেন্টই আইনের ঊর্ধ্বে। এরপরই পাল্টা ভয়েস—কেউ আইনের ঊর্ধ্বে নয়। দৃশ্যপট বদলায়—এফবিআই এজেন্টরা ওবামার হাতে হাতকড়া পরাচ্ছেন। ট্রাম্প বসে আছেন ওভাল অফিসে, মুখে বিজয়ী হাসি।

ভিডিওর শেষ অংশে—কমলা কারাবন্দি পোশাকে দেখা যায় ওবামাকে, জেলের ভেতরে। কিন্তু পুরো ব্যাপারটা ভুয়া, সাজানো, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর। সবচেয়ে বিস্ময়কর বিষয়—এই ভিডিও যে ফেইক, সেই সম্পর্কে ট্রাম্প কোনো সতর্কবার্তা বা ব্যাখ্যা দেননি।

সমালোচকরা বলছেন—এটা দায়িত্বজ্ঞানহীন এবং জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। এমনকি এটি রাজনৈতিক বিদ্বেষ উস্কে দিতে পারে। এর পেছনে আছে দীর্ঘ দিনের রাজনৈতিক শত্রুতা। কিছুদিন আগেই ট্রাম্প অভিযোগ করেন—ওবামা প্রশাসন উচ্চপর্যায়ে নির্বাচন জালিয়াতির ষড়যন্ত্র করেছিল।

তবে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের নথি বলছে—২০১৬ সালের নির্বাচনে রাশিয়া কোনোভাবে ফলাফলে প্রভাব ফেলেনি। বরং সাইবার আক্রমণের সম্ভাবনা ছিল, কিন্তু নির্বাচনী ফলাফল বদলানোর উদ্দেশ্য ছিল না।কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সত্য আর মিথ্যার সীমা ক্রমেই ঝাপসা হচ্ছে। বাস্তব ও ভুয়ার ব্যবধান বুঝতে আমাদেরকেই হতে হবে সচেতন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top