শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১৩:৩৭

ছবি: সংগৃহীত

মিয়ানমারে জরুরি অবস্থা শেষ! তিন বছরের বেশি সময় পর অবশেষে আজ, ২৫ জুলাই, জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিল দেশটির সামরিক জান্তা সরকার।

স্মরণ করিয়ে দিই—২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এরপর থেকেই দেশটি শাসিত হচ্ছিল একনায়কতান্ত্রিক শাসনে। এই সময়ের মধ্যে দেশজুড়ে সহিংসতা, ধরপাকড়, মানবাধিকার লঙ্ঘন ও হাজারো বিক্ষোভের জন্ম হয়।

জান্তা মুখপাত্র জাও মিন তুন আজ এক বার্তায় জানান—আজ থেকে জরুরি অবস্থা বাতিল করা হলো। এই ঘোষণা এমন এক সময় এলো, যখন দেশটিতে ডিসেম্বরেই একটি জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন—এটি আসলে জান্তার ক্ষমতা পাকাপোক্ত করার কৌশলমাত্র।

বিরোধী দলগুলো ইতোমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। তারা বলছে, এই ভোট শুধু সেনাবাহিনীর কর্তৃত্বই বৈধতা দেবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও বিষয়টিকে স্বাগত নয়, বরং সন্দেহের চোখেই দেখছে। জরুরি অবস্থা প্রত্যাহার কি সত্যিই গণতন্ত্রের পথে মিয়ানমারের প্রথম পদক্ষেপ, নাকি পুরোনো ফ্যাসিবাদের নতুন মুখ?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top