সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

যিনি মৃত্যুর মধ্যেও গাজাকে ভালোবেসে গেলেন, তিনি আনাস আল-শরীফ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫, ১৭:০৬

ছবি: সংগৃহীত

ঢাকা সেনানিবাসে আটক মেজর সাদিকুল হক—ওরফে মেজর সাদিক—সম্পর্কে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য! সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা জানিয়েছেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বাছাইকৃত নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিক সেনাবাহিনীর হেফাজতে।

গোয়েন্দা সূত্র বলছে—রাজধানীর মিরপুর, ভাটারা, কাটাবন ও পূর্বাচলে গোপন প্রশিক্ষণ শিবির চালানো হয়। গত ৮ জুলাই ভাটারা থানার এক কনভেনশন সেন্টারে প্রায় ৪০০ নেতাকর্মী অংশ নেন—আগে থেকেই দেওয়া হয়েছিল বিশেষ টোকেন। অভিযোগ, পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন মেজর সাদিক।

১৭ জুলাই, রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করে সেনাবাহিনী। এর সঙ্গে জড়িত অভিযোগে যুবলীগ নেতা সোহেল রানা, আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিনসহ ২২ জনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্তে আরও জানা গেছে—মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তার স্ত্রী, এএসপি সুমাইয়া জাফরিনও এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নজরদারিতে আছেন। সূত্র বলছে, তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন।

আইএসপিআর জানিয়েছে—অভিযুক্ত মেজরের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। পূর্ণ তদন্ত শেষে সেনা আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা রাজনৈতিক অঙ্গন ও সামরিক বাহিনীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এখন সবার দৃষ্টি সেনা আদালতের চূড়ান্ত রায়ের দিকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top