নেতানিয়াহু গোপনে মোদিকে পরামর্শ দিচ্ছেন ট্রাম্পকে সামলাতে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫, ১৩:৩৫

বিশ্ব রাজনীতির নতুন মোড়! ইসরায়েলের নেতানিয়াহু গোপনে পরামর্শ দিচ্ছেন মোদিকে—ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সামলাতে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে টানাপোড়েন দিন দিন বাড়ছে। ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক অস্বস্তি, বিশেষ করে পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হওয়া এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ট্রাম্প মোদি সরকারের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন—যার ফলে ভারতীয় পণ্যের ওপর মোট ৫০% শুল্ক বসেছে, যা ভারতের অর্থনীতির জন্য বড় ধাক্কা।
এই সংকটময় অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চমকপ্রদ অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প ও মোদি উভয়ই আমার ঘনিষ্ঠ বন্ধু। ট্রাম্পকে সামলাতে গোপনে মোদিকে পরামর্শ দিতে পারি।
বিশ্লেষকরা বলছেন, এটা শুধু বন্ধুত্ব নয়, ইসরায়েলের কৌশলগত স্বার্থও এতে জড়িত। কারণ, ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যকার সমঝোতা মধ্যপ্রাচ্যের জন্যও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
নেতানিয়াহুর কথায়, এখন সময় এসেছে জাতীয় স্বার্থ রক্ষা করে কার্যকর সমঝোতা গড়ে তোলার। এখন দেখার বিষয়—মোদি কি নেতানিয়াহুর এই গোপন পরামর্শ গ্রহণ করবেন? আর এর ফলে ট্রাম্প-মোদির দূরত্ব কমবে কি না?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।