মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক, বিহার ভোটার আইনে বিরোধিতায় প্রতিবাদ মিছিল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫, ১৩:৪৭

ছবি: সংগৃহীত

আজ সকালে দিল্লিতে বড় রাজনৈতিক উত্তেজনা! ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে দিল্লি পুলিশ।

বিরোধী ইন্ডিয়া জোটের ডাকা প্রতিবাদ মিছিলে তাঁরা অংশ নিচ্ছিলেন। অভিযোগ—বিহার রাজ্যে ভোটার তালিকা তৈরি ও যোগ্যতার শর্ত নিয়ে নির্বাচন কমিশন অন্যায় করছে। ২০২৪ লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতি ও বিহারের নতুন নিয়মের বিরুদ্ধে এই কর্মসূচি ছিল।

মিছিল সকাল সাড়ে ১১টায় পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা শুরু করে। সেখানে ছিলেন শরদ পাওয়ারসহ ইন্ডিয়া জোটের অনেক নেতা ও বিরোধী এমপি।

কিন্তু পুলিশ জানায়—মিছিলের জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। দুপুর পৌনে একটার দিকে রাহুল, প্রিয়াঙ্কাসহ কয়েকজনকে আটক করা হয়।

নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, বিহারে ভোট দিতে এখন শুধু আধার বা ভোটার কার্ড নয়—বরং জন্মসনদ, পাসপোর্ট, বন অধিকার সনদ বা সরকারি শিক্ষা সনদের মতো ১১ ধরনের প্রমাণপত্রের যেকোনো একটি দিতে হবে। কংগ্রেস ও ইন্ডিয়া জোট বলছে—এটি ভোটারদের ভোটাধিকার সীমিত করার চেষ্টা।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top