ইতালি উপকূলে নৌকাডুবি, ২৬ অভিবাসীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ১১:১১
 
                                        ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা উপকূলে ঘটে গেছে ভয়াবহ নৌকাডুবি। দুইটি নৌকা ডুবে অন্তত ২৬ জন অভিবাসীর মৃত্যু হয়েছে—আরো অনেকে নিখোঁজ।
বুধবার, ১৩ আগস্ট—জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারী। কিন্তু দুই নৌকায় মোট ছিলেন প্রায় ৯৫ জন—মানে এখনো প্রায় ৩৫ জন নিহত বা নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রাথমিক তথ্য বলছে—লিবিয়া থেকে যাত্রার পর একটি নৌকায় পানি ঢুকতে শুরু করে। যাত্রীরা অন্য নৌকায় উঠলেও, খারাপ আবহাওয়ায় সেটিও উলটে যায়।
ইতালির রেড ক্রস জানিয়েছে—বেঁচে যাওয়া সবাই তুলনামূলকভাবে ভালো আছেন, তবে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
জাতিসংঘ বলছে—চলতি বছরের শুরু থেকে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চল পেরিয়ে ইউরোপে যাওয়ার পথে অন্তত ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। মানবপাচার ও বিপজ্জনক সমুদ্রযাত্রা ঠেকাতে কড়াকড়ি সত্ত্বেও, মৃত্যুর এই মিছিল থামছে না ভূমধ্যসাগরে।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।