৯০ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র ইউক্রেনে সরবরাহের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ১৪:২৫

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্বস্ত করেছেন, রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে।

জেলেনস্কি বলেছেন, নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অস্ত্র সরবরাহ করবে। প্রস্তাবিত এই প্যাকেজের মূল্য ৯০ বিলিয়ন ডলার। এছাড়া যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় ড্রোনও কিনবে।

জেলেনস্কি বৈঠককে ‘সেরা বৈঠক’ উল্লেখ করেছেন এবং বলেন, যুক্তরাষ্ট্র শুধু সমন্বয় করবে না, নিরাপত্তা নিশ্চিতকরণেও অংশীদার হবে। তবে কিভাবে সহায়তা দেওয়া হবে তা স্পষ্ট হয়নি।

আগামী সপ্তাহে ১০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে গ্যারান্টি প্রকাশ করা হবে। জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যেকোনো বৈঠকে বসতে প্রস্তুত, এবং ভূখণ্ড বিনিময়ের বিষয় সরাসরি পুতিনের সঙ্গে আলোকচনায় আলোচনা হবে।

ট্রাম্প জানান, পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের পর একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে, যেখানে তিনি নিজেও থাকবেন। ট্রাম্প আরও বলেন, যুদ্ধ থামানো কঠিন, কিন্তু সম্ভব। সরাসরি শান্তিচুক্তিই সঠিক পথ।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top