গাজা শহর দখলের জন্য এক লাখ সেনা মোতায়েন করবে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ১৪:৪৩

ছবি: সংগৃহীত

রোববার তেল আবিবে লাখ লাখ মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এর মধ্যেই ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির গাজা দখল পরিকল্পনায় স্বাক্ষর করেছেন। পরিকল্পনা অনুযায়ী প্রায় এক লাখ সেনা গাজা শহরকে ঘিরে ফেলবে।

ইতিমধ্যেই ১০ লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করার কাজ শুরু হয়েছে। হামলা ও স্থল অভিযান চলায় বাড়িঘর ধ্বংস হচ্ছে, মানুষ প্রাণ বাঁচাতে পালাচ্ছে। ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, প্রতিদিন ত্রাণকেন্দ্রের আশেপাশে হামলার খবর পাওয়া যাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইসরায়েল ফিলিস্তিনিদের স্বাস্থ্য ও সামাজিক কাঠামো ধ্বংস করছে।

দখল কার্যক্রম চার ধাপে বাস্তবায়ন হবে। প্রথমে দক্ষিণ গাজায় তাঁবু ও ত্রাণ কেন্দ্র তৈরি, এরপর বাসিন্দাদের সরানো, তারপর স্থল অভিযান শুরু এবং অবশেষে বিমান হামলা ও সেনাবাহিনী প্রবেশ। এই অভিযান সম্পূর্ণ করতে প্রায় চার মাস সময় লাগবে। এছাড়া বিদেশ থেকে সৈন্যও আনা হতে পারে।

গাজায় গত ২২ মাসে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬২ হাজার ফিলিস্তিনি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top