জাফলং-বিছনাকান্দিতে পাথর লুট: প্রশাসন অভিযান চালাচ্ছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১৫:২০

ছবি: সংগৃহীত

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং ও বিছনাকান্দিতে পাথর লুটের অভিযোগ উঠেছে। ডাউকী নদীর তীর, জুম মন্দির, চা বাগান ও বিছনাকান্দির বিভিন্ন এলাকায় নির্বিচারে পাথর উত্তোলনের ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকার পতনের পর অবৈধভাবে পাথর উত্তোলন শুরু হয়। শ্রমিক ও ব্যবসায়ীরা যন্ত্র ব্যবহার করে নদী থেকে শত শত বালু-পাথর তুলেছে। স্থানীয় প্রশাসনের অভিযান শুরু হওয়ায় কয়েক দিন লুট বন্ধ হলেও এখনও কিছু শ্রমিক পাথর তুলতে চেষ্টা করছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, লুটের পেছনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের নাম আসে। সরকারি উদ্যোগে পাথর জব্দ করা হয়েছে এবং জাফলং-ও বিছনাকান্দিতে অভিযান চালানো হচ্ছে। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এই অবৈধ কার্যক্রম বন্ধে পদক্ষেপ নিয়েছে। পাথর লুট বন্ধ ও পরিবেশ সংরক্ষণের প্রচেষ্টা চলমান রয়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top