বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

পাকিস্তানে ভয়াবহ বন্যা, মৃত্যু প্রায় ৭০০ জনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১৬:২৮

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা প্রায় ৭০০ ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় শুধু খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই প্রাণ হারিয়েছেন আরও ২৬ জন।

মঙ্গলবার পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ৬৯৯ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বুনের, যেখানে অন্তত ২২২ জন নিহত হয়েছেন। অনেক মানুষ এখনো নিখোঁজ।

গত বৃহস্পতিবার রাতে অস্বাভাবিক বৃষ্টিপাতের পর মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে নিশ্চিহ্ন হয়ে গেছে বহু গ্রাম। ৭৮০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় অর্ধেক পুরোপুরি ধ্বংস।

সরকারি তথ্যমতে, আক্রান্ত অঞ্চল থেকে ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় এক হাজার আহত মানুষ। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তাই দুর্যোগ আরও বাড়তে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top