বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

রাশিয়া ফেরত দিল ইউক্রেনের এক হাজার সেনার মরদেহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১৬:৩৪

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক ঘটনায় এক আবেগঘন দৃশ্য। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাশিয়া ইউক্রেনের কাছে ফেরত দিয়েছে এক হাজার সেনার মরদেহ। একই সঙ্গে নিজেদের ১৯ জন সেনার মরদেহ ইউক্রেন থেকে গ্রহণ করেছে মস্কো।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী এবং আলোচক ভ্লাদিমির মেডিনস্কি জানিয়েছেন— ইস্তাম্বুল চুক্তির শর্ত অনুযায়ী নিহত সেনাদের দেহাবশেষ ফেরত পাঠানো হয়েছে।

ইউক্রেনের যুদ্ধবন্দিদের চিকিৎসা বিষয়ক সমন্বয় সদর দপ্তরও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, রাশিয়ার কাছ থেকে এক হাজার সেনার মৃতদেহ তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। এই দেহ বিনিময়টি ঘটলো কয়েকদিন আগে আলাস্কার অ্যাঙ্কোরেজে পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরপরই।

এর আগে ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনায় রাশিয়া ছয় হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনার দেহাবশেষ ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব অনুযায়ী ধাপে ধাপে কিয়েভে মরদেহ পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত এই প্রক্রিয়ায় রাশিয়া নিজ দেশের ৭৯ জন সেনার মরদেহ ফিরে পেয়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top