বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

রয়টার্সকে বিশ্বাসঘাতক বললেন, পদত্যাগ ভ্যালারি জিঙ্কের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫, ১২:০৮

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে পদত্যাগ করেছেন কানাডীয় ফটোসাংবাদিক ভ্যালারি জিঙ্ক। টানা আট বছর রয়টার্সে কাজ করার পর তিনি এই পদক্ষেপ নিলেন।

ভ্যালারি অভিযোগ করেছেন—গাজার সাংবাদিক হত্যাকাণ্ডে রয়টার্স মিথ্যা ও সাজানো খবর প্রচার করে ইসরায়েলি কর্মকাণ্ডকে বৈধতা দিচ্ছে। পদত্যাগের সময় তিনি প্রতীকী প্রতিবাদ হিসেবে নিজের প্রেস কার্ড ছিঁড়ে ফেলেন। তিনি বলেন—রয়টার্স এখন আর সংবাদ সংস্থা নয়, বরং প্রোপাগান্ডার কনভেয়ার বেল্ট।

এক্স-এ দেওয়া পোস্টে ভ্যালারি জানান, গাজার নাসের হাসপাতালে তথাকথিত ডাবল-ট্যাপ হামলায় ৬ সাংবাদিক নিহত হন, তাদের মধ্যে রয়টার্সের নিজস্ব ক্যামেরাম্যান হোসাম আল-মাসরিও ছিলেন। অথচ সংস্থাটি ইসরায়েলের পক্ষেই অবস্থান নেয়।

তার অভিযোগ—পশ্চিমা গণমাধ্যমগুলো যাচাই না করেই ইসরায়েলের দাবি প্রচার করছে, যা আসলে সাংবাদিক হত্যাকে বৈধতা দেওয়ার কৌশল। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ২৪৬ সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজার ৭০০ জনে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top