বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

গাজায় দুর্ভিক্ষে ৩১৩ জনের মৃত্যু, শিশুদের আকুতি তীব্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫, ১৩:৪৫

ছবি: সংগৃহীত

গাজায় অনাহারে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হচ্ছে। গাজায় দুর্ভিক্ষ ভয়াবহ আকার নিয়েছে। ক্ষুধায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘ জানিয়েছে—যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে, যাদের মধ্যে ১১৯ শিশু।

জাতিসংঘের উপ-মানবিক প্রধান জয়েস মুসুয়া সতর্ক করেছেন—উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে, এবং সেপ্টেম্বরের মধ্যে এটি দক্ষিণেও ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে ৫ লাখেরও বেশি মানুষ অনাহার ও মৃত্যুর ঝুঁকিতে।

পাঁচ বছরের নিচে ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র পুষ্টিহীনতায় ভুগছে, এর মধ্যে অন্তত ৪৩ হাজার শিশু প্রাণঘাতী অবস্থায় পড়তে পারে। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে—এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানবসৃষ্ট ও পরিকল্পিত দুর্ভিক্ষ। ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এদিকে ইসরায়েল দুর্ভিক্ষ পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদন প্রত্যাহারের দাবি তুললেও, যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের সব সদস্য গাজার দুর্ভিক্ষ বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। শিশুদের আঁকায় এখন শুধু খাবারের আকুতি—একজন লিখেছে: আমি জান্নাতে যেতে চাই, যেখানে খাবার আছে, পানি আছে, আর আমার মা আছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top