গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৭৭, মানবিক বিপর্যয়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫, ১১:৫১
 
                                        গাজায় ইসরাইলি হামলা আরও জোরদার। শনিবার একদিনেই নিহত হয়েছেন অন্তত ৭৭ ফিলিস্তিনি। শুধু গাজা সিটিতেই নিহত ৪৭ জন। এর মধ্যে অন্তত ১১ জন নিহত হন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের বোমাবর্ষণ ও উচ্ছেদ অভিযানে গাজা নগরী ছেড়ে পালাচ্ছেন শত শত মানুষ। হাতে গোনা সামান্য মালপত্র নিয়ে কেউ ট্রাকে, কেউ গাধার গাড়িতে চেপে এলাকা ছাড়ছেন। অনেক পরিবার দেইর আল-বালাহ এলাকায় খোলা আকাশের নিচে অস্থায়ী তাবু ফেলছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ আশঙ্কা করছে—গাজা শহর দখল এবং প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা করছে ইসরাইল। ইতোমধ্যেই শহরকে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করেছে তারা।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলছেন—গাজা নগরীজুড়ে হামলা এতটাই বেড়েছে যে ঘরবাড়ি, কমিউনিটি সেন্টার সবই ধ্বংস হয়ে যাচ্ছে। দুর্ভিক্ষ, অনাহার আর পানিশূন্যতার মাঝে মানবিক বিপর্যয় নেমে এসেছে।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।